অর্থনীতি

পাঁচটি রপ্তানি ট্রফি পেলো প্রাণ-আরএফএল

২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে প্রাণ-আরএফএলসহ ৭৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল-এর পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। 

Advertisement

এসব পদকের ফলে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে টানা ২০ বার সেরা পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিতদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন প্রাণ ডেইরি লিমিটেড-এর পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী এবং রিফাত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

প্রাণের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি প্রক্রিয়াজাত পণ্য (তামাক ছাড়া) খাতে স্বর্ণপদক পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড। পদকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী।

Advertisement

রৌপ্যপদক পেয়েছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড, পদকটি গ্রহণ করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইলিয়াছ মৃধা।

এছাড়া মেলামাইন খাতে স্বর্ণপদক পেয়েছে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড। পদকটি গ্রহণ করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল (আরএন পাল)।

আর প্লাস্টিক খাতে রৌপ্যপদক পেয়েছে অলপ্ল্যাস্ট বাংলাদেশ লিমিটেড এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রৌপ্যপদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এ দুটি পদক গ্রহণ করেন।

তিনি বলেন, টানা ২০ বার সেরা রপ্তানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত। প্রাণ-আরএফএল গ্রুপ রপ্তানি বহুমুখীকরণে কাজ করে যাচ্ছে। এবার চারটি খাতে পুরস্কার পেয়েছি। প্রথমবারের মতো মেলামাইন পণ্য রপ্তানির জন্য স্বর্ণপদক অর্জন করেছি। এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য বিশাল অনুপ্রেরণা।

Advertisement

আরও পড়ুন: রপ্তানিতে সিআইপি হলেন আহসান খান চৌধুরী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চল চালু করেছি। আরও ৯০টি চালু হবে। বিশ্বের অনেক নামিদামি প্রতিষ্ঠান এখানে যুক্ত হবে। আশা করি দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আরও উন্নতি চাই আমরা। ১০০ বিলিয়ন ডলার রপ্তানির স্বপ্ন দেখি।

১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে প্রাণ-আরএফএল। বর্তমানে ভারত, সৌদি-আরব, আরব আমিরাত, ওমান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল-এর পণ্য পাওয়া যাচ্ছে।

আইএইচআর/জেডএইচ/জেআইএম