জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ৩০ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার হয় কত সালে?উত্তর : ১৯০৭ সালে।২. প্রশ্ন : নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?উত্তর : অনিলাদেবী।৩. প্রশ্ন : ‘আধ্যাত্মিক’ উপন্যাসের লেখক কে?উত্তর : প্যারীচাঁদ মিত্র।৪. প্রশ্ন : ‘অনীক’ শব্দের অর্থ-উত্তর : সৈনিক।৫. প্রশ্ন : জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?উত্তর : মধ্যপদলোপী কর্মধারয়।৬. প্রশ্ন : Anatomy শব্দের অর্থ-উত্তর : শারীরবিদ্যা।৭. প্রশ্ন : কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?উত্তর : ভুসুকুপা।৮. প্রশ্ন : ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?উত্তর : অর্ক।৯. প্রশ্ন : ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কী?উত্তর : বাক্+আড়ম্বর।১০. প্রশ্ন : ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’- চরণদ্বয়ের কবি-উত্তর : মদনমোহন তর্কালঙ্কার।১১. প্রশ্ন : ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?উত্তর : রূপকথা।১২. প্রশ্ন : বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?উত্তর : ৩ প্রকার।১৩. প্রশ্ন : ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।১৪. প্রশ্ন : কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?উত্তর : চ।১৫. প্রশ্ন : ‘অপ’ কী ধরনের উপসর্গ?উত্তর : সংস্কৃত।১৬. প্রশ্ন : কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?উত্তর : ১৮৪৭-১৯১২।১৭. প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?উত্তর : মাত্রাবৃত্ত।১৮. প্রশ্ন : ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?উত্তর : সহচর+য।১৯. প্রশ্ন : ‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-উত্তর : বেণীমাধব বড়ুয়া।২০. প্রশ্ন : ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-উত্তর : সঞ্জয় ভট্টাচার্য।এসইউ/এমএস

Advertisement