জাতীয়

খুলে দেওয়া হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ

তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর অবশেষে উদ্বোধন করা হল মগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রথম অংশ। বুধবার বেলা পৌনে ১১ টায় রাজধানীর সাতরাস্তা মোড়ে ফ্লাইওভারটির নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফ্লাইওভারটি ব্যবহার করে প্রধানমন্ত্রীর গাড়ি বহর অফিসার্স ক্লাবে পৌঁছে। সাতরাস্তা থেকে শুরু হয়ে ২ দশমিক ১ কিলোমিটারের এই ফ্লাইওভারটি শেষ হবে মগবাজারের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে। এর আগে গত মঙ্গলবার সাজসজ্জার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই ফ্লাইওভারের নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী যাওয়ার পর জনসাধারণের গাড়ি প্রবেশ করতে পারবে এই ফ্লাইওভারটি দিয়ে।  তিন ধাপে মগবাজার-মৌচাক ফ্লাইওভার তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশের পর জুন মাসে খুলে দেয়া হবে মৌচাক থেকে বাংলামোটরের ফ্লাইওভারটি। বাকিটা ডিসেম্বর বা জানুয়ারিতে খুলে দেয়া হতে পারে। রাজধানীর এফডিসি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ সড়ক ও মগবাজার রেল ক্রসিংয়ে যানবাহনের ধারণক্ষমতা বৃদ্ধি করে যানজট নিরসনে ২০১১ সালে এই ফ্লাইওভার তৈরির প্রকল্পটি হাতে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এআর/জেএইচ/এমএস

Advertisement