পানিতে ডুবে মৃত্যুরোধে মুন্সিগঞ্জে মাসব্যাপী শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে জেলা প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে লৌহজং উপজেলা পরিষদের পুকুরে ওই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন বয়সী শিশু-কিশোররা।
উদ্বোধনী অনুষ্ঠানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ ই ইলাহি, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন।
ইউএনও বলেন, দেশে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা। এটি রোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য এ কর্মসূচির আয়োজন। মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে অর্ধশতাধিক শিশু-কিশোর প্রশিক্ষণে অংশ নিয়েছে। আটজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের সাতার শেখানো হবে। এর মধ্যে ছয় নারী ও দুই পুরুষ প্রশিক্ষক আছেন। পর্যায়ক্রমে জেলার সবগুলো উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Advertisement
আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস