আঙুলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়।
Advertisement
মঙ্গলবার (৭ নভেম্বর) সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে এনামুলের নাম অনুমোদন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেকনিক্যাল কমিটি।
গতকাল সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে আঘাত পান সাকিব। এক্স-রের পর জানা গেছে, তার হাতের আঙুলে চিড় ধরেছে।
জাতীয় দলের ফিজিও বায়োজেদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব। তবে টেপিং আর পেইনকিলার নিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে চিড় ধরা পড়েছে।
Advertisement
ফিজিও আরও জানান, এমন চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যার অর্থ একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।
এর আগে বিশ্বকাপে একের পর এক ব্যর্থতার পর সোমবার শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ। টানা ছয় হারের পর জয় পেয়েছিল টাইগাররা। ওই ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব। বল হাতে শিকার করেছেন ২ উইকেট। ব্যাট করতে নেমে খেলেছেন ৬৫ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচসেরাও হন বিশ্বসেরা অলরাউন্ডার।
আইএইচএস/
Advertisement