খেলাধুলা

তবে কি মেসির বার্সেলোনা অধ্যায় শেষ?

এতো এতো ট্রফি দিয়েও কি তাহলে শেষ রক্ষা হলো না? বার্সা ছাড়তেই হবে মেসিকে? বার্সেলোনার সহ-সভাপতি জর্দি কার্দোনার জানিয়ে দিলেন বার্সেলোনা এখন আর মেসি নির্ভর দল নয়। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন মেসি। কার্দোনার এমন কথাতে অন্যদলগুলো নড়েচড়ে বসতেই পারে। কিন্তু আসলেই কি মেসি বার্সেলোনা ছাড়বেন? কার্দোনা এও বলে দিয়েছেন, এর মানে এই না যে মেসির অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। লুইস সুয়ারেজ এবং নেইমার বার্সেলোনায় আসার পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। এই মৌসুমে বর্তমানে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে বার্সেলোনা। গোলের পর গোল করে বিপক্ষ দলের ডিফেন্স লাইন আপ গুড়িয়ে দিচ্ছেন এমএসএন। কার্দোনা বললেন মেসি গেলেও বার্সেলোনার তেমন কোন সমস্যা হবে না। আর্জেন্টিনার মিডিয়া গ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, `মেসির উপর নির্ভর করার দিন শেষ। বার্সেলোনা এখন সামনের দিকে আগাতে শিখেছে। ম্যারাডোনা নাপোলি ছাড়ার পর যেমন নাপোলি ভুগেছিল বার্সেলোনার সেরকমটা হবে না কখনো।` `আমরা ক্লাব সভাপতিকে আশ্বাস্ত করেছি মেসি যেদিন চলে যাবে দল হতাশায় কিংবা ফর্মহীনতায় ভুগবে না। এটি একটা চক্রের মত কিন্তু লুইস এনরিকে বার্সাকে আরো পেশাদার করে তুলেছে। তারা বলেছিল নেইমার বার্সার হয়ে খেলতে পারবে না কিন্তু সে পারছে, আমরা সুয়ারেজকে সাইন করাতে পারবো না কিন্তু করিয়েছি।` মেসির চলে যাওয়ার কথা বললেও কিংবদন্তি এই ফুটবলারকে দলে রেখে দেয়ার জন্য সবকিছুই করবে বার্সেলোনা এটাও জানিয়ে দিয়েছেন কার্দোনা। বললেন মেসির স্বাধীনতার উপর সব নির্ভর করছে। `এটা আসলে তার স্বাধীনতা সে কোথায় যাবে কি যাবে না। কেউ তাকে কোন চাপ দিচ্ছে না। কিন্তু আমি বিশ্বাস করি মেসি তার শেষ পর্যন্ত বার্সায় থেকে যাবে।`আরআর/এমআর/এমএস

Advertisement