দেশজুড়ে

কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে রিমন হাসান রাকিব (৩২) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাবিব (২৬) নামের একজন।

Advertisement

সোমবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন নিউমার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। আহত হাবিব যশোর শহরের হামিদপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও হাবিব মোটরসাইকেলযোগে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নাভারন নিউমার্কেটের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই মারাত্মক আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য হাবিবকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থ চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেন/এসআর/এমএস