বিনোদন

‘নগদে কট’ খেলেন শাকিলা

‘নগদে কট’ নামের একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী শাকিলা পারভীন। যেখানে তাকে দেখা গেছে ভিন্নরকম এক চরিত্রে।

Advertisement

গল্পের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। একটু মজা আছে এতে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রেই নিজেকে ধারণ করার চেষ্টা থাকে। এই সময়ের দর্শকরা যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ হয়েছে। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে।’

আরও পড়ুন: নাবিলার বাগদানের গুঞ্জন

গল্পে দেখা যাবে, কলোনির মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলে মন্টি। ছোটবেলা থেকেই তার বদ অভ্যাস হচ্ছে পরিচিত মানুষের কাছে চাপাবাজি করে বেড়ানো। তার এই কর্ম দিনকে দিন অস্থির করে তোলে কলোনির সবাইকে। মা হারা সন্তান বলে কেউ তেমন কিছুই বলে না। তার বাবাও একটু বকাঝকা করেই ছেড়ে দেন। অভ্যাসের মধ্যে এইটাই বদ, বাকি সব ঠিক আছে। গ্র্যাজুয়েট হয়ে মাস্টার্স শুরু করেনি।

Advertisement

মজার বিষয় হচ্ছে, মন্টির এই চাপাবাজি নিয়েও একটা ঝামেলা আছে। সেটা হলো সে যখনই একটা চাপাবাজি কিংবা ফাপরবাজির গল্প বলা শুরু করে ওইটা আর শেষ করতে পারে না। তার আগেই ধরা খেয়ে যায়। কারণ, সে যে চরিত্রটা নিয়ে ঘটনাটা বলছিল, সেই চরিত্র কোনো না কোনো ভাবে স্পটে হাজির হয়ে যায়। যার ফলে মন্টি নগদে কট খায়। একবার কলোনিতে একটা উড়ো প্রেমের গুঞ্জন ওঠে। নিধি নামের এক মেয়ের সঙ্গে নাকি মন্টির প্রেমের সম্পর্ক। খুঁজে বের করার চেষ্টা করে কে এই রহস্যময় নিধি? নিধির সেই রহস্য জানতে হলে দেখতে হবে নাটকটি।

আরও পড়ুন: পুরস্কার নতুন কিছু সৃষ্টিতে উৎসাহিত করে: রিপন নাথ 

কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সুলতান এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে এটি।

মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভীন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চলসহ প্রমুখ।

Advertisement

এমআই/এমএমএফ/জিকেএস