বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ১১টি সমস্যা চিহ্নিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার সকালে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ বিষয়গুলো তুলে ধরা হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।সমস্যাগুলো হল- ভূমি অধিগ্রহণ, ওয়র্ক প্ল্যান প্রণয়ন, নির্মাণ ক্ষেত্রে রেট সিডিউল’র বারবার পরিবর্তন, স্থাপনা সম্পর্কিত, পরামর্শক/ফার্ম নিয়োগ, প্রকল্প পরিচালক নিয়োগ, জনবল নিয়োগ, প্রকল্পের ডিপিপির/টিপিপি সঠিক প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং, চাহিদার তুলনায় এডিপিতে কাঙ্খিত অপর্যাপ্ত বরাদ্দ, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে অর্থপ্রাপ্তি সমস্যা।
Advertisement