জাতীয়

ইকমা পুরস্কার ঘোষণা ৯ নভেম্বর, সম্মাননা পাবেন ২৭ উদ্যোক্তা

করোনা মহামারিতে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অবদান রাখা ই-কমার্স উদ্যোক্তাদের পুরস্কৃত করতে চালু হয় ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা)। ২০২০ সালের ৮ নভেম্বর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দিয়ে পুরস্কারটির প্রচলন শুরু করে।

Advertisement

তিন বছর পর দ্বিতীয়বারের মতো আগামী ৯ নভেম্বর এ সম্মাননা দিতে যাচ্ছে ই-ক্যাব। প্রথমবার ১০০ জন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হলেও এবার তা নামছে ২৭-এ। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরিতে একজন করে উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হবে।

ই-ক্যাব সূত্র জানায়, আগামী ৯ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে ইকমা-২০২৩ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে ২৭ ক্যাটাগরিতে সর্বোচ্চ একজনকে সম্মাননা দেওয়া হবে। উদ্যোক্তাদের আবেদন জমার শেষ দিন ছিল ২৮ অক্টোবর। ওই সময় পর্যন্ত দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই করেছেন ১০ সদস্যের বিচারক দল।

বিচারক দলে রয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও বিকর্ণ কুমার ঘোষ, ইনোভেশন কনসাল্টিং চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান, বিআইজিএফ মহাসচিব মোহাম্মাদ আব্দুল হক অনু, সুপ্রিম কোর্টের আইনজীবী ফারহানা রেজা, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান এবং আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের মহাসচিব লিয়াকত হোসেন।

Advertisement

মোট ২৭টি নমিনেশন ক্যাটাগরির মাঝে থাকছে সেরা ই-কমার্স মার্কেট প্লেস, সেরা পরিষেবা প্ল্যাটফর্ম, সেরা লজিস্টিকস ই-কমার্স, সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, সেরা এমএফএস প্লাটফর্ম, সেরা পেমেন্ট গেটওয়ে ছাড়াও বিভিন্ন ধরনের সাব-ক্যাটাগরি।

ই-ক্যাব পরিচালক ও ইকমা-২০২৩-এর আহ্বায়ক খন্দকার তাসফিন আলম জানান, বিচারকদের রায় অনুযায়ী আগামী ৯ নভেম্বর বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মানিত অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রাহমান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

এএএইচ/এসএনআর/জিকেএস

Advertisement