কিশোরগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
Advertisement
রোববার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার বৌলাই ইউনিয়নের পুথিঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযুক্ত রাসেল মিয়া (৩৬) বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সদর উপজেলার বৌলাই এলাকার তিন বছর বয়সী এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়া। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যান।
Advertisement
শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে সোমবার (৬ নভেম্বর) সদর মডেল থানায় রাসেল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করে জানান, রাসেল পেশায় অটোরিকশা চালক। প্রায় দুই মাস ধরে পার্শ্ববর্তী পুঁথিপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। রাসেলের বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।
এসকে রাসেল/এফএ/এমএস
Advertisement