দেশজুড়ে

ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন

বগুড়ার শাজাহানপুরে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে এ ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। সিপিসিএল কনস্ট্রাকশনের একটি পানিবাহী লরি ওই মহাসড়কে পানি দিয়ে কিউরিংয়ের কাজ করছিল। কিছু সময়ের বেতগাড়ী এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল লরিটি। বেলা সাড়ে ১১টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্তরা এসে লরিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে আগুন নেভান।

লরিচালক হাফিজুর রহমান বলেন, সড়কে পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কয়েকজন যুবক সুজাবাদ এলাকার দিকে থেকে এসে গাড়ি লক্ষ্য করে কিছু একটা নিক্ষেপ করে পালিয়ে যায়। এরপরেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে।

তিনি আরও বলেন, আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশই পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Advertisement

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আগুন লাগার সময় বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।

এসজে/জেআইএম