শিক্ষা

এমপিও আবেদনের শেষদিনে সার্ভারে জটিলতা, বিপাকে নতুন শিক্ষকরা

এমপিওভুক্তি প্রক্রিয়াকরণ সার্ভার মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে (মেমিস) প্রবেশ করতে পারছেন না মাদরাসার নতুন শিক্ষক-কর্মচারীরা। চলতি মাসে এমপিওভুক্তির জন্য আবেদন জমা দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন তারা।

Advertisement

জানা গেছে, রোববার (৫ নভেম্বর) মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওভুক্তির আবেদনের শেষদিন ছিল। অথচ সকাল থেকে শিক্ষকরা মেমিস সার্ভারে প্রবেশ করতে পারেননি। ফলে তাদের আবেদন করাও হয়নি।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর বলছে, প্রায় ৯ হাজার শিক্ষক আবেদন করে ফেলেছেন। তারপরও শেষদিনে একসঙ্গে বহু শিক্ষক-কর্মচারী ওয়েবসাইটে ঢোকায় সার্ভারে চাপ বেড়েছে। এতে জটিলতার সৃষ্টি হয়েছে।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা জানান, মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদন প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে হয়। নভেম্বর মাসে নতুন শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এমপিও আবেদন করছেন। অনেকে কাগজপত্র গুছিয়ে শেষদিন আবেদন করতে বসে হতাশ হয়েছেন। তারা সার্ভারে ঢুকতে পারেননি।

Advertisement

শিক্ষকরা আরও জানান, যদি তারা এ মাসে আর অবেদন করতে না পারেন, তাহলে চলতি নভেম্বরেও বেতন-ভাতা পাবেন না তারা। তাদের আবার ডিসেম্বর মাসে আবেদনের জন্য অপেক্ষা করতে হবে। বেতন-ভাতা বুঝে পেতে সময় লাগবে জানুয়ারি পর্যন্ত।

সময় কিছুটা বাড়িয়ে নভেম্বরে আরও দু-একদিন আবেদনের সময় দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে চলতি মাসে এমপিওর আবেদনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক ও এমিপও কমিটির সদস্যসচিব লুৎফর রহমান।

তিনি বলেন, নভেম্বর এরই মধ্যে ৯ হাজার আবেদন আমরা পেয়েছি। এ মাসে আর আমাদের আবেদনের সময়সীমা বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা নেই।

এএএইচ/এমএএইচ/জেআইএম

Advertisement