রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
Advertisement
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।
আরও পড়ুন: বনশ্রীতে বাসে আগুন, দগ্ধ চালক বার্ন ইনস্টিটিউটে ভর্তি
তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের তিন সদস্য কিছুটা আহত হয়েছেন।
Advertisement
আরও পড়ুন: ১২ ঘণ্টায় সারাদেশে ১২ জায়গায় আগুন
তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এ ককটেল নিক্ষেপ করেন তিনি।
আরও পড়ুন: রাতে ঢাকায় ৪ বাসে আগুন
আরএসএম/এমএইচআর/জেআইএম
Advertisement