চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
Advertisement
শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার আকিলপুর এলাকার জকিল আহম্মদের ছেলে মো. রেজাউল করিম (৩০) ও মধ্যম বাঁশবাড়িয়া এলাকার মৃত মোতালেব চৌধুরীর ছেলে নূরুল আবসার চৌধুরী (৫০)।
আরও পড়ুন: অবরোধ প্রতিহতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারায় ছাত্রলীগ-যুবলীগ
Advertisement
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ১ নভেম্বর বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পস্থিছিলা এলাকায় সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন ব্রাদার্স ট্রান্সপোর্ট এজেন্সির একটি রডবোঝাই লরিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় সুপারভাইজার মনির উদ্দিন (২৩) বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে নাশকতার মামলা করেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূরুল আবসার চৌধুরী ও রেজাউল করিম নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে গ্রেফতারদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এম মাঈন উদ্দিন/জেএস/এমএস
Advertisement