আব্দুল্লাহ নাজিম আল-মামুন
Advertisement
হেমন্তের মেয়ে
এক হেমন্তের দুপুরেতুমি এসেছিলে শরম ভেঙে আমার সামনে—এরপর তুমি আর আমি মুখোমুখি হলে—চোখে চোখ রেখেহৃদয়ের অতল গভীরে আলো ফুটিয়েছো ভালোবাসি বলে।
****
Advertisement
প্রপোজ
আমাকে ডাকছে দূরের কেউযাকে আমি কোনোদিন দেখিনি;তার ডাকে এই বুকে প্রেমের ফুটছে ফুল—
কাছে যেতেই দেখিসে তাকিয়ে আছে আমার দিকেযেন এমন করে—যুগ যুগ আমাকে চেনে;মুখ ফুটে বলছে—ভালোবাসি।
****
Advertisement
প্রিয়তমা
আমি তোমার আকাশেসাত রঙের রংধনু হতে চেয়েছি,আমি তোমার প্রিয়ওই বৃষ্টি হয়ে ঝরেছি।
আমি তোমার মনের ঘরেভালোবাসার ফুল হতে চেয়েছি,তোমায় আমি দেখবো বলেদুচোখ জুড়ে মায়া বেঁধেছি।
তবুও আমি তোমার পাইনি দেখাতবুও আমার গল্পে তুমি লেখা,তুমি আমার হৃদয় ওগো প্রিয়তমা তুমি ছাড়া নামের পাশে নেই দাড়ি-কমা।
এসইউ/এমএস