বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে পাহারায় রয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
Advertisement
শনিবার (৪ নভেম্বর) রাত থেকে মহাসড়কের ধুমঘাট ব্রিজ থেকে বড়দারোগাহাট পর্যন্ত তারা পাহারায় রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু ও ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ পাহারায় রয়েছে। রাতে এক গ্রুপ ও দিনে এক গ্রুপ করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেয়।
আরও পড়ুন: মহাসড়কে গণপরিবহন কম, র্যাব-পুলিশের টহল
Advertisement
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, বিএনপি-জামায়াত যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য আমরা মহাসড়কে রয়েছি। যেহেতু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্নস্থানে গাড়ি যায়। তারা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য রাত-দিন ভাগ করে পাহারায় রয়েছে নেতাকর্মীরা।
এদিকে অবরোধের প্রথমদিন মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বিজিবি। মাঝে মধ্যে টহল দিচ্ছেন র্যাবও।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, অবরোধের প্রথমদিন মহাসড়কসহ বিভিন্নস্থানে পুলিশ দায়িত্ব পালন করছে। কয়েকটি টিম টহলে রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এম মাঈন উদ্দিন/জেএস/এমএস
Advertisement