খেলাধুলা

তাসকিনের জন্য ‘চাপ’ নিতে নারাজ হিথ স্ট্রিক

বিশ্বকাপ শেষে সাকিব-তামিমরা সবাই ছুটিতে গেলেও ছুটি মিলছে না পেসার তাসকিন আহমেদের। বোলিং অ্যাকশন শোধরানোর জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এই ডান হাতি পেসার। বিশ্বকাপ চলাকালীন সময়ে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। তার নিষেধাজ্ঞার ব্যাপারে তৎক্ষণাৎ আপিল করলেও সেটা খারিজ করে দেয় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তবে অ্যাকশন শুধরে আবার জাতীয় দলে ফিরতে পারবেন এই পেসার। সে লক্ষ্যেই বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে কঠোর অনুশীলন শুরু করেছেন তাসকিন। হিথ স্ট্রিকও জানালেন তাসকিনকে নিয়ে কোন চাপ নিতে চান না তিনি। ‘আমাদের সময়কে আলাদা চাপ হিসেবে নিলে চলবে না। আমার মনে হয় এক মাস কিংবা ছয় সপ্তাহর মত সময় লাগবে পরবর্তী অ্যাকশন পরীক্ষা দিতে; কিন্তু আমাদের লক্ষ্য ওকে শতভাগ ঠিক করে পরীক্ষা দিতে পাঠানো। আমার মনে হয় না তার জন্য তখন কোন সমস্যা হবে পরীক্ষায় পাস করা নিয়ে। সে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে। আশা করছি এখানে খুব স্বাচ্ছন্দ্যেই খেলতে পারবে। যখন সে মনে করবে সে শতভাগ প্রস্তুত তখনই আমরা তাকে পরীক্ষা দিতে পাঠাবো।’  আগামী এপ্রিল মাসেই শুরু হতে যাওয়া আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন হিথ স্ট্রিক। ওই সময় বাংলাদেশের তেমন কোন খেলা না থাকায় কাজ করতে সমস্যা হবে না স্ট্রিকের।  আরআর/আইএইচএস/এবিএস

Advertisement