রাজনীতি

মধ্যরাতে বিএনপি নেতা অসীমের বাসায় অভিযান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা। এরপর বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে অসীমের খোঁজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: আরও ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিযানকালে অসীমের বাসায় তার স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও তিনি নিজে বাসায় ছিলেন না।

Advertisement

বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকে আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় ঢাকাসহ সারাদেশে টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। যা শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ৬টায়।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: আলালের বনানীর বাসায়ও পুলিশের তল্লাশি

কেএইচ/এমকেআর

Advertisement