আইন-আদালত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রধান বিচারপতির শ্রদ্ধা

সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসা মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (৪ নভেম্বর) সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement

এরপরে বিকেলে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর’ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিকেল সাড়ে ৩টায় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান’ ও ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি।

এফএইচ/জেএইচ/জেআইএম

Advertisement