দেশজুড়ে

মাঝপথে উল্টে গেল অক্সিজেনবাহী ট্যাংকার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে একটি অক্সিজেনবাহী ট্যাংকার উল্টে যাওয়ার ঘটনায় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ট্যাংকার অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী অক্সিজেনবাহী একটি ট্যাংকার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশপাশে গাড়ি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্যাংকারে থাকা অক্সিজেন আশপাশে ছড়িয়ে পড়ায় সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়।

ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, সড়কে অন্য গাড়ি অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেনবাহী ট্যাংকারটি উল্টে যায়। এতে মহাসড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি নামে। পরে ট্যাংকার অপসারণের কাজ শুরু করা হয়।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এমকেআর