জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ০৩ নভেম্বর ২০২৩

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

Advertisement

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

. কমিশন্ড অফিসার পদে চাকরি, আবেদন করুন বিবাহিতরাও . জেএসসি পাসে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, আবেদন ফি ২০০ টাকা . ৩৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, লাগবে এইচএসসি পাস . অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা ৫৭ . ৮১ জনকে নিয়োগ দেবে কুমিল্লা কাস্টমস, এসএসসি পাসেও আবেদন . ১৩ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ২২৩ . সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১০ জনের নিয়োগ, আবেদন ফি ২২৩ . ১৪ জনকে নিয়োগ দেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ . ৬ জনকে নিয়োগ দেবে পল্লী উন্নয়ন একাডেমি . ৩৯ জনকে নিয়োগ দেবে বিটিআরসি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন . বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে একাধিক পদে চাকরির সুযোগ . জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ জনের চাকরি, আবেদন ফি ২২৩ টাকা . বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, আবেদন ফি ৩০০ টাকা . নিয়োগ দেবে বিটিসি, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ . ১৩ জনকে নিয়োগ দেবে বিএফসিসি, থাকতে হবে এসএসসি পাস . বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

Advertisement

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি

. চাকরির সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া . স্নাতক পাসে নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক . নিয়োগ দেবে ঢাকা ব্যাংক, থাকছে না বয়সসীমা . ঢাকায় নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, বেতন ২৬ হাজার . গ্রামীণ ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ফি ২০০ টাকা . ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মধুমতি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা . নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওরি ব্যাংক, কর্মস্থল ঢাকা . অফিসার পদে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক . নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, থাকছে না বয়সসীমা . চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা . ঢাকায় নিয়োগ দেবে ঢাকা ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা . অফিসার পদে নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, কর্মস্থল ঢাকা . নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করুন নারী-পুরুষ উভয়ই . ঢাকায় নিয়োগ দেবে উপায়, লাগবে স্নাতক পাস . ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা . ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আইএফআইসি ব্যাংক, বেতন ৪৫ হাজার

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

. শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় . ৬১ জন শিক্ষক নিয়োগ দেবে বিয়াম ফাউন্ডেশন . ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা . ৭ জন শিক্ষক নিয়োগ দেবে আর্মি মেডিকেল কলেজ . নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ৩০০ টাকা . নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা . বানৌজা শেখ মুজিব শাখায় ৭ জনের নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

Advertisement

বেসরকারি চাকরি

. প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি, ঘরে বসেই কাজের সুযোগ . ৩০০ জনকে নিয়োগ দেবে দারাজ . নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ . ২০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা . পলমল গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা . ঢাকায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, থাকতে হবে স্নাতক পাস . ৫০০ জনকে নিয়োগ দেবে দারাজ, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা . ডিবিএল গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা . ঢাকায় নিয়োগ দেবে বাংলালিংক, থাকছে না বয়সসীমা . নারী কর্মী নিয়োগ দেবে জেন্টল পার্ক, কর্মস্থল ঢাকা . চাকরি দেবে ওয়ালটন, থাকতে হবে এসএসসি পাস . সাক্ষাৎকারেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, লাগবে এইচএসসি পাস . ম্যানেজার নিয়োগ দেবে আগোরা, কর্মস্থল ঢাকা . চাকরির সুযোগ দিচ্ছে নাবিল গ্রুপ, ৫০ বছরেও আবেদন . সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ . চাকরি দেবে বাংলালিংক, থাকছে না বয়সসীমা . বসুন্ধরা গ্রুপে এজিএম পদে চাকরির সুযোগ

এনজিও চাকরি

. সিনিয়র ম্যানেজার নেবে ব্র্যাক, কর্মস্থল ঢাকা . ম্যানেজার নিয়োগ দেবে মেরী স্টোপস, কর্মস্থল ঢাকা . ঢাকায় চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন দুই লাখ ৫৪ হাজার . ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ওয়েভ ফাউন্ডেশন, বেতন ৪৫ হাজার . সংগীতশিল্পী নিয়োগ দেবে হীড বাংলাদেশ, থাকতে হবে এসএসসি পাস

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম  ভিজিট করতে পারেন।

এমআইএইচ/জিকেএস