জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রিয় তারকার জন্য তার ভক্ত-অনুরাগীরা শোক প্রকাশ করছেন ফেসবুকে। তাকে নিয়ে লিখছেন হৃদয় উৎসারিত ভালোবাসার কথা। সোশ্যাল মিডিয়া যেন শোকবই হয়ে গেছে।
Advertisement
হিমুকে হারিয়ে শোক জানাচ্ছেন তার অগ্রজ-অনুজ সহকর্মীরা। শুধু তাই নয়, গণমাধ্যমকর্মীরাও হোমায়রা হিমুর মৃত্যুতে শোক জানাচ্ছেন। জনপ্রিয় এ তারকার মৃত্যুতে একসময়ের বিনোদন সাংবাদিক রেজাউর রহমান রিজভি বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর সহশিল্পী হিসেবে দুটি নাটকে অভিনয় করেছিলাম। অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্ন একজন অভিনেত্রী ছিলেন তিনি। এছাড়া সাংবাদিকদের সঙ্গেও তার সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বসুলভ। তার অকাল প্রয়াণ মেনে নেওয়াটা আমার জন্য তাই বাস্তবিকই বেশ কঠিন!’
ফেসবুকে শোক জানিয়ে বিনোদন সাংবাদিক মাহমুদ মানজুর লিখেছেন, ‘হিমু আর নেই। এটাই বড় সত্যি। কেন বা কীভাবে তিনি নাই হলেন, সেটা আনুষ্ঠানিকতা মাত্র। তবে এটুকু বুঝি, যেকোনো মৃত্যু মুহূর্তে নয়, মূলত হয় বহুদিন ধরে। বহুদিন মানে, বহু বহুদিন ধরে, একটু একটু করে সে মরে যায় কিংবা মেরে ফেলে। যে মৃত্যুর দায় সমানভাবে তার এবং সবার। আমি হিমুর এই মৃত্যুর দায় নিলাম। আহা! লাউয়ের ডগার মতো তুলতুলে একটা ডাগরচোখা মেয়ে, শূন্য দশকের শুরুর দিকে এসেছিল আমাদের কাছে, আকাশছোঁয়ার স্বপ্ন নিয়ে। তার এই পরাজয়ের দায় আমি এড়াবো কেমন করে? তার পোস্টমর্টেমের আগে তো আমার রিমান্ড হওয়া জরুরি।’
আরও পড়ুন>> মায়ের কবরের পাশে হিমুকে সমাহিত করা হবে
Advertisement
কামাল হোসাইন নামের এজন ভক্ত তার প্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর জন্য শোক জানিয়ে লেখেন, ‘আর কোনদিন দেখবো না প্রিয় তারাকার অভিন। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।’
অনেক নির্মাতারাও হিমুর চলে যাওয়র সংবাদে শোক জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- দীপু হাজরা, কাজী সাইফ, চয়নিকা চৌধুরী, শাহনেওয়াজ কাকলী প্রমুখ।
নির্মাতা শাহনেওয়াজ কাকলী হোমায়রা হিমুর মৃত্যুতে শোক জানিয়ে তার ফেসবুকে লেখেন, ‘আমি একটি সাহসী মেয়ে খুঁজতেছিলাম যে কি না গাড়ি ড্রাইভিং, সাঁতার কাটা এবং কুকুরপ্রেমী হতে হবে। অবশেষে সব মিলে গেলো হোমায়ারা হিমুকে পেয়ে। আজকাল তো খোলামেলার যুগ, শরীর দেখাতে মেয়েরা বরং উদগ্রীব। আমি যখন এই কাজটি করেছিলাম তখন সুইমিং কস্টিউম পরে কেউ কাজ করার সাহসই করতো না। শুধু তাই নয় অনেক চ্যানেলেরও প্রচারের সাহস ছিল না।’
নির্মাতা চয়নিকা চৌধুরী তার ফেসুকে লিখেছেন, ‘প্রিয় হোমায়রা হিমু, যদিও তোমার সঙ্গে অনেক দিন কথা হয়নি, তাও এক বছর হলো। কিন্তু কাজটা তুমি একদম ভালো করোনি। ভীষণ রাগ হচ্ছে। যত যা–ই হোক, জীবন একটাই আর জীবন সুন্দর। বেঁচে থাকাটা অনেক আনন্দের। আসলেই তুমি একটা অন্যায় কাজ করেছ নিজের ওপর। একা একা চলে গেলে?’
Advertisement
আফসোস করে তিনি আরও লিখেছেন, ‘তোমার আশপাশের মানুষ একদম ভালো ছিল না। তোমাকে বকাও দিয়েছিলাম। আজ মনে হচ্ছে, বকাটা কন্টিনিউ করতাম যদি। এটা কেন করলে?’
অন্যদিকে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা পোস্টে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘হিমু! দেখা হয় না অনেক দিন। তাই বলে আর দেখা হবে না! কী হলো এটা।’
অভিনেত্রী চিত্রলেখা গুহ লিখেছেন, ‘কত কাজ একসাথে করেছি হিমু। এত অভিমান কেন রে? অনন্তলোকে শান্তিতে থাকিস।’
হুমায়রা হিমুর মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লিখেছেন, ‘বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’
অভিনেত্রী জাহারা মিতু তার সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘একটু আগে শুনলাম অভিনেত্রী হোমায়রা হিমু মারা গিয়েছেন। তার সঙ্গে পরিচিত আমি। একই দিনে দুজন (হোমায়রা হিমু ও চিত্রগ্রাহক এ আর আজিজ) মানুষের পরলোক গমনের খবরে মানসিক এক যন্ত্রণা হচ্ছে। মৃত্যু পরম সত্য, যে সত্য মেনে নেওয়া কষ্টের, অনেক কষ্টের।’
এছাড়া সোশ্যাল মিডিয়ার শোক প্রকাশ করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম, রওনক হাসান, অভিনেত্রী শানু, মনিরা মিঠু, জ্যোতিকা জ্যোতিসহ তার অনেক তারকারা।
এমআই/এমএমএফ/ইএ