ইনজুরির কারণে বিশ্বকাপে প্রথম পর্বে খেলতে পারেননি। সুপার টেনেও এক ম্যাচ খেলা হয়নি; কিন্তু তাতে কি? তিন ম্যাচ খেলেই তার ঝুলিতে ৯ উইকেট! করে ফেলেছেন বিশ্বকাপের সেরা বোলিংও! বিশ্বকাপে অপরাজেয় কিউইদের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট! মুস্তাফিজুর রহমান বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যৎ বিশ্ব শাসন করতে আসছেন তিনি।নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরদিনই দেশে ফিরেছে বাংলাদেশ দল। দীর্ঘদিন ক্রিকেটাররা খেলার ভেতরে থাকার কারণে বিশ্রাম পায়নি বললেই চলে। দেশে ফিরেই ক্রিকেটাররা যে যার পরিবারের সাথে সময় কাটানোর জন্য ছুটিতে চলে গেছেন।মুস্তাফিজও ফিরে গেছেন তার গ্রামের বাড়ি সাতক্ষীরাতে। সেখানে বসে দুরন্ত মুস্তাফিজ তার বন্ধুদের সাথে মেতে উঠেছেন খেলায়। সেখানে বসেই নিজেকে সেলিফতে আবদ্ধ করেন কাটার মাস্টার।আরআর/আইএইচএস/আরআইপি
Advertisement