একই স্থানে যুবলীগের দুই গ্রুপ ‘তারুণ্যের জয়যাত্রা’ পালনে সমাবেশের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
Advertisement
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
তিনি বলেন, বিকেল ৩টায় যুবলীগের উপজেলা ও পৌরসভা শাখা কবিরহাট বাজারে আলাদা হয়ে একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেয়। তাই দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত কবিরহাট পৌরসভা ও এর আশপাশের ৯টি ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ নিয়ে পুরো পৌর এলাকায় মাইকিং করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কবিরহাট উপজেলা ও পৌরসভা যুবলীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। এদের একপক্ষে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির ও সাধারণ সম্পাদক উপজলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম এবং অপরপক্ষে পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাসার বাবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান জামিল রয়েছেন।
Advertisement
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির ও পৌর যুবলীগের সভাপতি আবুল বাসার বাবুলকে ফোন করা হলে তারা কেউ রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক পৌরমেয়র ও আওয়ামী লীগ নেতা আলাবক্স তাহের টিটু জাগো নিউজকে বলেন, যাদের অপরাজনীতির কারণে থানায় হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, এখন তাদের ইন্ধনেই যুবলীগের কেন্দ্রঘোষিত ‘তারুণ্যের জয়যাত্রা’ পণ্ড করার জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান জাগো নিউজকে বলেন, উপজেলা এবং পৌরসভা যুবলীগের মধ্যে দীর্ঘদিন রাজনৈতিক দূরত্ব চলে আসছে। আমরা সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাত ১২টা পর্যন্ত কবিরহাট পৌরসভা এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ লাইনস থেকে অতিরিক্ত ৩০ জনসহ বিভিন্ন পয়েন্টে মোট ৬০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
Advertisement
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস