দেশজুড়ে

নিষেধাজ্ঞার শেষদিনে ভোলায় ৮২ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ৮২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে আড়াই লাখ মিটার জাল ও ৭৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের ভেদুরিয়ার তেঁতুলিয়া নদী, ইলিশার মেঘনা নদী ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, বরিশালে ৩০ জনের জেল-জরিমানা

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কামাল আজাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনে নদীতে মা ইলিশ শিকার করার সময় জাল ও ইলিশসহ ৮২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ভোলার সদর থেকে ৫৬ ও দৌলতখান উপজেলা থেকে ২৬ জনকে আটক করা হয়।

Advertisement

তিনি আরও বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জিকেএস