প্রবাস

বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের স্বর্ণ যুগের গানে মনোমুগ্ধকর আয়োজন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান পেশাজীবী শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যাংকাররা আসেন ষাটের দশকের জনপ্রিয় গানের আসরে। এদিন ফুটে উঠেছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়ের সাদা কালো জীবনের চিরচেনা বাংলা সংস্কৃতি।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) রাতে মিশিগানের ক্যান্টন সিটির প্রফেসর আহসান হাবিবের বাসায় রংধনু শিল্পীগোষ্ঠীর ব্যানারে স্বর্ণ যুগের গান, সাদাকালো ছায়াছবি থেকে বাংলার পূর্ববর্তী সময়ের ৬১ থেকে ৬৯ সালে নির্মিতব্য চলচিত্রের গানের আসরে মিলিত হয়েছিলেন বিভিন্ন পেশাজীবীরা। ষাটের দশকের সাদাকালো চলচিত্র ‘রাজধানীর বুকে’ সিনেমার গান দিয়েই শুরু করেন তাদের পরিবেশনা।

একের পর এক জনপ্রিয় সিনেমা আছিয়া, সূর্য স্নান, কাচের দেয়াল, সুতরাং, কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট নামক সিনেমার গানগুলো পরিশেশন করেন ইলোরা হোসেইন, হেলেন হাবিব, আকরাম হোসেন ও শামীম শহিদসহ সম্মলিত শিল্পীরা।

পেশাজীবীদের আনন্দ আড্ডায় ডাক্তার দম্পতি সবার চিরচেনা ‘রূপবান’ সিনেমার কিছুটা অংশ তুলে ধরেন নিজেদের মতো করে। এমনকি শিক্ষাবিদ আহসান হাবিব সামাজিক জীবনের ওপর হরেক রকম কৌতুক উপস্থাপন করেন।

Advertisement

মিশিগানের আড্রিয়ান কলেজের প্রফেসর আহসান হাবিব বলেন, প্রায় অর্ধশতক হয়েছে দেশ ছেড়ে আমেরিকা এসেছি। তবে সেই চিরচেনা সাদাকালো সিনেমার গানগুলোই সব সময় মনে নাড়া দেয়। তাই আমাদের আশপাশের কয়েকটি শহরের বাংলাদেশি পেশাজীবীদের অংশগ্রহণে এই আনন্দ আড্ডায় মিলিত হয়েছি।

চিলড্রেন ক্লিনিক অব মিশিগান, হ্যামট্রামেকের ডাক্তার মোহাম্মদ হোসেইন (এমডি) বলেন, তৎকালীন রূপবান চলচিত্র খুব সাড়া ফেলেছিল সবার মাঝে। এখন যারা আমরা পুরনো গান বা চলচিত্র কথা বলি যাত্রাপালার কথা সবার আগে আসে। তাই নিজেরা আনন্দ উপভোগ করার জন্য রূপবান চলচ্চিত্রের কিছুটা অংশ তুলে ধরেছি। আশা করি সবাই বেশ উপভোগ করেছেন।

আগামীতে তাদের সংগঠন এমনকি সব পেশাজীবীরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের জাতীয় দিবসগুলো পালন করার কথা ইচ্ছা প্রকাশ করেন।

এমআরএম/এএসএম

Advertisement