কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা বাহুবলের রাজনীতি প্রর্দশন করতে চাই না, আমরা ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই না। আমরা দেশকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র সংগঠন সময়ের সঙ্গে তালমিলিয়ে উন্নত মানসিকতা ধারণকারী সবথেকে সেরা সংগঠন। আমরা চাই আমাদের ছাত্রদের উন্নত চিন্তা, মানের উন্নতিসহ স্মার্ট বাংলাদেশের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে। ছাত্রলীগ সবসময় প্রশংসারপাত্র যেন না হয়। এতে ছাত্রলীগ তাদের ভুলগুলো দেখতে পাবে না। তাই ছাত্রলীগে সমালোচনার জায়গাটাও রাখতে হবে।
Advertisement
বুধবার (১ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদ্দাম বলেন, দেশ যখন উন্নত থেকে উন্নতর হচ্ছে সেখানে কিছু অপশক্তি আমাদের এ অগ্রযাত্রা রুখে দিতে দেশ ও বিদেশে ষড়যন্ত্র করছে। তবে আমাদের গণতান্ত্রিক দেশে কোনো অপশক্তির স্থান হবে না। সবাইকে একহয়ে আসন্ন নির্বাচনের মাধ্যমে রুখে দিতে হবে সব অপশক্তি।
এ ছাত্রনেতা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের যে ঘোষিত লক্ষ্য আমরা স্বাধীনতার আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, মৌলবাদবিরোধী আন্দোলনে, সহিংসতাবিরোধী আন্দোলনে আমরা বিজয়ী হবো। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে। যে কারণে আমরা ছাত্ররাজনীতি করছি, ছাত্ররাজনীতিতে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি, শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করছি কিংবা দীর্ঘসময় ধরে ছাত্ররাজনীতির যে নেতিবাচক ঐতিহ্য রয়েছে তা ক্রমান্বয়ে কমিয়ে আনার চেষ্টা করছি। আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি লেখাপড়া করার জন্য, আরও মানসম্মতভাবে নিজেকে তৈরি করার জন্য, জ্ঞান গবেষণায় নেতৃত্ব প্রদানের জন্য।
Advertisement
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদূর রশীদ ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
২০১৭ সালের ২৮ নভেম্বর এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করার প্রায় ছয় বছর পর বুধবার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাসনিম আহমেদ তানিম/ইএ
Advertisement