কুমিল্লার দেবীদ্বারে পুলিশের ভয়ে তাস খেলার আসর থেকে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আক্কাস আলী (৫০) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে গোমতী নদীর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী চান্দপুর গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি ফতেহাবাদ ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ জাগো নিউজকে বলেন, ‘আক্কাস আলী যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনিসহ আরও ৫-৬ জন গোমতী নদীর ভেরী বাঁধে বসে তাস খেলছিলেন। হঠাৎ পুলিশ দেখে তারা ভেবেছিলেন তাদের ধরতে এসেছে। এসময় ভয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আক্কাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সহিংসতা রোধে গোমতী নদীর ভেরী বাঁধ এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এ সময় ৫/৬ জন লোক তাস খেলছিল। পুলিশ দেখে তারা পালানোর সময় আক্কাস আলী গুরুতর আহত হয়ে মারা যান। তবে এবিষয়ে পুলিশ তাৎক্ষনিক কিছুই জানে না। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা অবগত হয়েছি।
জাহিদ পাটোয়ারী/ইএ