রাজনীতি

বিএনপি মহাসচিবকে দেওয়া ইসির চিঠি গ্রহণ করবেন কে?

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য নিবন্ধিত দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে এ চিঠি কে গ্রহণ করবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দলটির মধ্যে।

Advertisement

গত ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে, সেখানে ভুতুড়ে পরিবেশ। গত দুইদিন সেখানে ক্রাইম সিনের বেস্টনি থাকলেও তা পরে প্রত্যাহার করা হয়। তবে পুলিশি প্রহরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দী।

আরও পড়ুন>>> বিএনপিকে ইসির চিঠি, পাঠানো হয়েছে মহাসচিব বরাবর

এ পরিস্থিতিতে ইসির চিঠি কোথায় পৌঁছানো সম্ভব বা কে গ্রহণ করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে। দলীয় কার্যালয় তালাবদ্ধ, এখন চিঠি কোথায় পাঠানো হয় বা কে গ্রহণ করবেন জানি না।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস