স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই ফের ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সংঘাতের মধ্যেই এর আগেও তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশটিতে সফর করেছেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, আগামী শুক্রবার তিনি ইসরায়েল সফরে যাচ্ছেন। খবর বিবিসির।
Advertisement
এই সফরে ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে তার সফরের কথা রয়েছে। তবে তার এই সফরে তিনি ফিলিস্তিনি কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন: মিশরে প্রবেশ করছেন অসুস্থ ফিলিস্তিনি-বিদেশি নাগরিকরা
গত তিন সপ্তাহের মধ্যে এটা হবে ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্যে তৃতীয় বারের মতো সফর। এর আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে ব্লিঙ্কেনের সম্ভাব্য সফরের খবর প্রকাশ করা হয়।
Advertisement
এদিকে অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ফলে এই ক্রসিং দিয়ে বিদেশি নাগরিক এবং গুরুতর অসুস্থ ফিলিস্তিনিরা মিশরে প্রবেশের সুযোগ পাচ্ছেন। এর আগে এই ক্রসিং দিয়ে খাবার ও ত্রাণসামগ্রী বহনকারী ট্রাক ঢুকতে দেওয়া হলেও বিদেশি নাগরিকদের এবারই গাজা ত্যাগের সুযোগ দেওয়া হলো।
বুধবার রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশি নাগরিকদের গাজা থেকে মিশরে প্রবেশ করতে দেওয়া হয়। মিশর থেকে অ্যাম্বুলেন্স গাজায় প্রবেশ করে রোগীদের রাফাহ ক্রসিংয়ের কাছাকাছি একটি মিশরীয় ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে এসেছে। বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ির সারি গাজা থেকে মিশরে প্রবেশ করছে।
আরও পড়ুন: হামাসের সঙ্গে সংঘাতে তিন শতাধিক ইসরায়েলি সেনা নিহত
মিশরীয় সোর্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাফাহ ক্রসিং দিয়ে ৫০০ বিদেশি নাগরিককে মিশরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কতজন ফিলিস্তিনি গাজা ত্যাগের সুযোগ পাচ্ছেন তা পরিষ্কার নয়।
Advertisement
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই। সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
টিটিএন