জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা ওয়ানপ্লাস আনছে নতুন একটি স্মার্টওয়াচ। এর আগেও একটি স্মার্টওয়াচ এনেছে সংস্থাটি। এবারের স্মার্টওয়াচটির নাম ওয়ানপ্লাস স্মার্টওয়াচ ২। অসংখ্য নতুন নতুন ফিচারে ঠাঁসা এই স্মার্টওয়াচ।
Advertisement
একটি ১.৩৯ ইঞ্চি রাউন্ড অ্যামোলেড ডিসপ্লে থাকবে স্মার্টওয়াচটিতে। যা ২.৫ডি বাঁকা কাচের সুরক্ষা প্রদান করে। এতে থাকবে অসংখ্য স্বাস্থ্য ও স্পোর্টস ফিচার। যা ব্যবহারকারীর সার্বক্ষণিক স্বাস্থ্যের, ঘুমের খেয়াল রাখবে।
আরও পড়ুন: গুগল পিক্সেলের নতুন স্মার্টওয়াচ, যেসব ফিচার পাবেন
ওয়ানপ্লাস স্মার্টওয়াচ ২-তে একটি ৪০৫এমএএইচ ব্যাটারি প্যাক করে যা ওয়ার্প চার্জ দ্রুত চার্জিং সমর্থন করে। স্মার্টওয়াচটি ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। এটি ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্যালিলিও এবং বেইদু সংযোগ বিকল্পগুলোও অফার করে।
Advertisement
এটি মিডনাইট ব্ল্যাক এবং মুনলাইট সিলভার রঙের বিকল্পে এবং একটি কোবাল্ট লিমিটেড সংস্করণে দেওয়া হয়। স্মার্টওয়াচটি ধুলা এবং পানি প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং সহ আসে। ভারতে ওয়ানপ্লাস স্মার্টওয়াচ ২ স্মার্টওয়াচটির দাম ১৬ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৫০০ টাকা।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/এমএস
Advertisement