দেশজুড়ে

মেহেরপুরে বিএনপির ১০ নেতাকর্মী আটক

অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে মেহেরপুরে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন- মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শামীম হোসেন (৪৫), মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম (৩৬), মুজিবনগর উপজেলার বিএনপিকর্মী মো. এনামুল হক (৫৫), সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. তুহিন হোসেন (৪০), গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসমাউল হুসনা(২৮), সাহারবাটি ইউপি ওয়ার্ড সভাপতি মো. হাফিজুর রহমান (৫০), গাংনী উপজেলার রায়পুর ইউপি ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জামাল হোসেন (৪৫ গাংনী উপজেলার মঠমুড়া ইউপির বিএনপির সভাপতি মো. জুমাত আলী (৫০), গাংনী পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. এডাম সুমন (৪০), মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সাব্দার আলী (৫৪)।

আরও পড়ুন: ভোলায় সড়কে গাছ ফেলে-টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, মেহেরপুরে কোনো প্রকারের সহিংসতা যেন হতে না পারে সে জন্য বিএনপির মাঠ পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের নামে নাশকতা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, অবৈধ স্বৈরাচার বিএনপির আন্দোলনকে দেখে ভীত হয়ে নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে। এখন সাধারণ মানুষও সজাগ হয়ে গেছে। তারাও বিএনপির অবরোধকে সমর্থন জানাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম বিপাকে। হাসিনা সরকার হটাও আন্দোলন এখন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। সরকারের সরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম