দেশজুড়ে

ভোলায় সড়কে গাছ ফেলে-টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

ভোলায় অবরোধের সমর্থনে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোলার চরনোয়ারবাদ ও চৌমুহনী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় হাতে লাঠি-সোটা নিয়ে তাদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ওই স্থানে গিয়ে অবস্থান নিলে নেতাকর্মীরা সরে যান। পরে পুলিশ ও কোস্টগার্ড জ্বলন্ত টায়ার নিভিয়ে ও সড়ক থেকে গাছ এবং ইটে সরিয়ে সড়ক পরিষ্কার করে দেন।

আরও পড়ুন: খুলনায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন-লঞ্চ চলাচল স্বাভাবিক

Advertisement

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে ভোলার শহরে সড়কের পাশের দোকান-পাটগুলো খুলেছে। এছাড়াও ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে যাত্রীবাহী-বাসসহ সব ধরনের যানবাহনও চলছে।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম

Advertisement