ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এর আগেও ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল গোষ্ঠীটি।
Advertisement
এটির সামরিক মুখপাত্র হিয়াহিয়া সেরি জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন>এবার বেসামরিক নাগরিকদেরও অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান
তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চালানো হবে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী লহিত সাগরের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানায়।
Advertisement
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সেখানে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনি শাখার আঞ্চলিক পরিচালক জেসন লি বলেছেন, গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে।
জেরুজালেম থেকে বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেখানে আহত ২০ হাজার বেসামরিক নাগরিকের তিনজনের মধ্যে একজনই শিশু।
আরও পড়ুন>এখন যুদ্ধের সময়: নেতানিয়াহু
জনাকীর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধির অভাবে সেখানে সংক্রামক রোগ বাড়ছে বলেও জানান তিনি। জেসন লি বলেন, সেখানে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মতে, গাজায় যে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে তা সাগরের মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। সেখানে আরও বেশি খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানির প্রয়োজন।
Advertisement
সূত্র: আল-জাজিরা
এমএসএম