শর্তহীন সংলাপের জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস যে আহ্বান জানিয়েছেন তাতে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা। সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
Advertisement
সংলাপের বিষয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপি ও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে কথা হলে অনেকেই সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূতের শর্তহীন সংলাপের আহ্বান নিয়ে মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, দেশের এ সার্বিক প্রেক্ষাপট চিন্তা করে উনি হয়তো বলছেন। বিষয়টি ইতিবাচক বলেই আমার কাছে মনে হয়েছে। প্রকৃতপক্ষে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলে সবার জন্য সুফল বয়ে আনতে পারে।
দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, উনি আহ্বান জানাতেই পারেন। উনাদের বর্তমান সরকারের যে পলিসি সে অনুযায়ী। কিন্তু আমরা যেটা বলেছি সেখান থেকে সরে এসে উদার মানসিকতার পরিচয় দেবো কি না বা কিছু করবো কি না এটা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন তারা বলতে পারবেন।
Advertisement
তিনি বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে, আমি মনে করি, সংঘাত সহিংসতায় দেশের ক্ষতি হচ্ছে এবং এজন্য বর্তমান সরকার দায়ী। কারণ তাদের কারণে এ অবস্থা হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আগে সরকারের পদত্যাগ করতে হবে তারপর সংলাপ। মহাসচিব যে মন্তব্য করেছেন আমারও সেই একই কথা। আমি এ নিয়ে এ মুহূর্তে কোনো মন্তব্য করবো না।
এদিকে বিএনপির মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, পিটার হাসের আহ্বানকে স্বাগত জানাই। কিন্তু নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রায় কোনো ফল হয় না।
তিনি বলেন, শর্তহীন সংলাপ অতীতেও হয়েছিল। সর্বপ্রথম ১৯৯৪ সালে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল স্যার নিনিয়ান স্টেফান। তারপরে ২০০৬ সালে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের মধ্যে আলোচনা হয়। আমার সঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আলোচনা হয়। যে পক্ষেরই দোষ হোক না কেন ওই সংলাপগুলো ফলপ্রসূ হয়নি। সংলাপ করতে একটা এজেন্ডা প্রয়োজন। এজেন্ডা ছাড়া সংলাপের অর্থ হয় না।
Advertisement
২০১৮ সালে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংলাপ হয়েছিল। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এতে কোনো লাভ হয়নি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছিল।
কেএইচ/এমএএইচ/এমএস