দেশজুড়ে

সাপ ধরে ভিডিও করার সময় কামড়ে যুবকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে জঙ্গল থেকে বের হয়ে আসা একটি বিষধর সাপ ধরে খেলা দেখাচ্ছিলেন শরিফুল ইসলাম শরিফ (২৫) নামের এক যুবক। এ ঘটনার ভিডিও করছিলেন তারই বন্ধু। পরে ওই সাপের কামড়েই শরিফুলের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিটারী গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এরআগে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তেলিটারী গ্রামের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিটারী এলাকার সলিমুল্লাহর ছেলে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিটারী এলাকায় জঙ্গল থেকে একটি বিষধর সাপ বেরিয়ে রাস্তায় চলে আসে। তখন শরিকুল সাপটি ধরে ফেলেন। এ খবরে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। শরিফুল, তার বন্ধু ওমর ফারুক ও সিদ্দিক সাপটি নিয়ে নানা ভঙ্গিতে খেলা দেখাতে থাকেন। এসময় আদম নামের আরেক বন্ধু মোবাইলে ভিডিও করতে থাকেন।

একপর্যায়ে বিষধর সাপটি শরিফুলের কপালে ছোবল মারে। এরপরও সাপটিকে ধরে রাখে তিনি। এর কিছুক্ষণ পরই শুরু হয় বিষক্রিয়া। তাৎক্ষণিকভাবে শরিফুলকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন বলেন, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনে দুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যু হওয়ার বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।

Advertisement

রবিউল হাসান/এসআর/এমএস