বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক আছে।
Advertisement
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারত থেকে একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রপ্তানি শুরু হয়েছে।
এদিকে হিলি পানামা পোর্টে ভারত পণ্য বোঝাই ট্রাকগুলো প্রবেশ করছে। পণ্যের লোড-আনলোডের কার্যক্রমও স্বাভাবিক আছে। তবে অবরোধের কারণে পণ্য বোঝাই কোনো লোড ট্রাক বন্দর ছেড়ে যায়নি।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, বিরোধী দলের ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি পানামা পোর্টে। প্রতিদিনের মতো ভারত থেকে পণ্য বোঝাই ট্রাকগুলো আসছে এবং পোর্টে লোডআনলোড কার্যক্রম স্বাভাবিক আছে।
Advertisement
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, দেশে চলমান অবরোধে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
এদিকে আন্তঃজেলা, রংপুর ও বগুড়াগামী দূরপাল্লার এবং লোকাল বাস, মিনিবাস চলাচল বন্ধ আছে। তবে সড়কে সিএনজি-ব্যাটারিচালিত আটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে।
মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস
Advertisement