গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন দেওয়া কারখানা থেকে ইমান হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ওই কারখানার শ্রমিক।
Advertisement
সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টার পর ওই কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইমাম কুমিল্লার লাকসাম থানার দুমবাড়িয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন জাগো নিউজকে বলেন, এবিএম ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কারখানার ভেতর থেকে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাওয়া শ্রমিক ইমরানের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা
Advertisement
উপ-কমিশনার আরও বলেন, তার কাছে একটি মোবাইল ফোন ছিল। সেই মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জাগো নিউজকে বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বিকেলে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টার দিকে শ্রমিকদের দেওয়া কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ডাম্পিং করতে গিয়ে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে আগুনে ধোঁয়ায় অক্সিজেনের অভাবে তিনি মারা যেতে পারেন। তবে তিনি আগুনে দগ্ধ হননি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস
Advertisement