বিএনপি অফিসের সংবাদ সম্মেলনকারী জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর রমনা থানায় এই মামালা করা হয়েছে।
Advertisement
মামলার আসামি করা হয়েছে মিঞা জাহিদুল ইসলাম আরেফিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ারদী ও বিএনপি নেতা মো.ইশরাক হোসেন।
রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টায় এবিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
মামালার এজাহার সূত্রে জানা গেছে, অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগ এতে এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
Advertisement
আরএসএম/জেএইচ/জিকেএস