সাহিত্য

জান্নাতুল নাঈমের দুঃখ বিষয়ক তিনটি কবিতা

দুঃখযাপন করো না

Advertisement

প্রেমিকের প্রত্যাখানে নীরব হয়ে যাওঠিক যেন নিঃশব্দে ঝরা পাতার মতোইনতুন কুড়ির মতো জেগে ওঠোসজীবতায় হৃদয়খানা ভরে তোলোতবুও শব্দ করে দুঃখযাপন করো না।

প্রেমিকের অবহেলায় সবুজ হয়ে যাওঠিক যেন নবান্নের ধানি মাঠের মতোইতুমি পুড়বে, তুমি জ্বলবেবৃষ্টিতে ভিজে নুইয়ে পড়বেতবুও অন্য কারো চিরসুখী হাসি হবে।

প্রেমিকের অবহেলায় তুমি শক্তিবান হয়ে ওঠোযতটা হলে তোমার পিছুটান থাকবে না।

Advertisement

****

অদ্ভুত পরিস্থিতি

মাঝে মাঝে তোমাকে ছেড়ে আসার আনন্দে মাতিমনে হয় আমি সবচেয়ে কঠিন কিছুই পেরেছিখোলা চুল উড়িয়ে আকাশে তাকাইআলমারিতে তুলে রাখা সবুজ শাড়িটা পরিতুমি চলে যাওয়ার আনন্দে ডুবে বেড়াই।

মাঝে মাঝে তুমি চলে যাওয়ার বেদনায় দুঃখে ভাসিসারারাত আকাশের তারায় তাকিয়ে অশ্রু ফেলিব্যথা বেড়ে গেলে প্রার্থনায় বসিএক অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়জোর করে রাখা ব্যথারা ডুকরে কেঁদে ওঠে। আমার সবটুকুতেই তোমার অস্তিত্ব ভাসেএই দুঃখবোধের লড়াইয়ে না হারি-না জিতি।

Advertisement

****

প্রত্যাখান

তুমি কি জানো,কেন আমি মৌনতার মিছিলে নেমেছি?কোনো শব্দ-বারুদ নেইকোনো বাক্যের ঝংকার নেইকোনো আওয়াজ নেইকথার পৃষ্ঠে কোনো কথা নেই।আজ তোমায় জানালাম,প্রত্যাখানের পর কোনো ভাষা থাকে না।

তুমি কি জানো,কেন আমি নীরবতায় ডুব দিয়েছি?কোনো ভালোবাসার চিঠি নেইকোনো ই-মেইলে আবেগীয় কথা নেইকোনো ফোন-কল নেইকোনো খুদেবার্তায় আকুতি-মিনতি নেই।আজ তোমায় জানালাম,অবহেলার পর কোনো ভাষা থাকে না।

অনিন্দ্য, চির বন্ধুত্বের তালিকায় আমার নাম দিয়েছোআমি তা আন্তরিকতার সহিত প্রত্যাখান করলাম।

এসইউ/