রাজনীতি

‘বাইডেনের উপদেষ্টা’ পরিচয় দেওয়া ব্যক্তিকে নিয়ে যা বললেন ইশরাক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জনৈক এক ব্যক্তি বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের পাশে বসে ছিলেন। এ সংবাদ সম্মেলনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানেন না।

Advertisement

দলকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় কার্যালয়ে পরিচয় না জানা লোকের সংবাদ সম্মেলনে ইশরাকের উপস্থিতি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

দলটির সূত্রগুলো বলছে, ইশরাক হোসেনের বয়স কম হলেও তিনি বিএনপির প্রতিনিধিত্ব করেন। তিনি একজন অজ্ঞাত লোকের সংবাদ সম্মেলনে বসে পড়বেন এটা স্বাভাবিক বিষয় না। তার উচিত ছিল বিষয়টা দলের দায়িত্বশীল নেতাদের অবগত করা।

বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের পর অনেক নেতাকর্মী আহত হয়। হাসপাতালে আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং অন্যদেরও খোঁজখবর নিই। পরে আরও কিছু নেতাকর্মী আহতাবস্থায় বিএনপি কার্যালয়ে অবস্থান নিয়েছে শুনে তাদের খোঁজখবর নিতে সেখানে যাই। তার পরপরই সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারোওয়ার্দী দুজন ব্যক্তিকে নিয়ে আসেন।

Advertisement

আরও পড়ুন>>> বিএনপি অফিসে ‘বাইডেনের উপদেষ্টা’, চেনে না মার্কিন দূতাবাস

তিনি আরও বলেন, তার (হাসান সারোওয়ার্দীর) সঙ্গে আসা একজন নিজেকে মার্কিন প্রেসিডিন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দেন। আহতদের সঙ্গে কথাও বলতে চান। আহতরা সে সময় কার্যালয়ের নিয়মিত ব্রিফিং কক্ষেই অবস্থান করছিলেন। তাই তাদের সঙ্গে কথা বলার পর সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। এসময় তাদের সঙ্গে আমাকেও বসতে বললে সে পরিস্থিতিতে তাদের সঙ্গে আমিও অংশ নেই। এর বাইরে ওই ব্যক্তি সম্পর্কে আমি আর তেমন কিছু জানি না।

এদিকে সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’

তিনি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’

Advertisement

এ ঘটনায় রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আজ (শনিবার) নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিগোচরে এসেছে।

এতে আরও বলা হয়, তিনি জানিয়েছেন এ বিষয়ে বিএনপি একেবারেই অবগত নয় এবং এ ব্যক্তির বিষয়ে দূতাবাস থেকে কোনো রকম পূর্বধারণা মহাসচিবকে অবগত করা হয়নি, বিধায় বিএনপি তার বক্তব্যের বিষয়ে কোনোভাবেই অবহিত নয়।

আরও পড়ুন>>> ২৮ অক্টোবর দিনভর যা ঘটলো ঢাকায়

এর আগে সন্ধ্যার পর কয়েকটি গণমাধ্যম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ওই ব্যক্তির একটি ভিডিও নিয়ে খবর প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। পাশে বসে আছেন ইশরাকসহ আরও কয়েকজন।

ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা বলে খবর ছড়িয়ে পড়ে। যেখানে তার নাম মিয়ান আরাফি বলে দাবি করা হয়।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম