গাজীপুরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে যায়।
Advertisement
শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ি আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলেন। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে রোববার হরতাল সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।
Advertisement
বাবুল হোসেন বলেন, হরতাল সমর্থনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করেছে। আমাদের ফাঁসাতে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।
আমিনুল ইসলাম/এসআর