রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে হানিফ ফ্লাইওভারে ঢাকামুখী রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার দুপুর ২টার পরও ফ্লাইওভারে যানজট দেখা যায়।
Advertisement
এদিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হচ্ছে। অপরদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। ফলে এসব সড়কসহ আশপাশের সড়কে যানচলাচল বন্ধ। এরমধ্যে গুলিস্তানে যানবাহন প্রবেশ করতে না পারায় হানিফ ফ্লাইওভারে যানজট দেখা দেয়।
এদিকে গণপরিবহন না পাওয়ায় অনেকে হেঁটে গন্তব্যে যান। একই সঙ্গে ফ্লাইওভারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলও দেখা গেছে।
কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় প্রথমে সাইনবোর্ড এলাকায় আসেন তারা। দীর্ঘক্ষণ সড়কে দাঁড়িয়ে থেকে বাসে ওঠেন। পরে ফ্লাইওভারে এসে যানজটে আটকে যান।
Advertisement
অন্য এক যাত্রী বলেন, খুব জরুরি কাজে বের হয়েছিলাম। কিন্তু নারায়ণগঞ্জ থেকে গাড়ি পাওয়া যায়নি। ভেঙে ভেঙে এসেছি। এখন ফ্লাইওভারে এসে আর যেতে পারছি না।
এফএইচ/জেডএইচ/এএসএম