জাতীয়

স্মারক ডাকটিকিট-বিশেষ সিলমোহর অবমুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে টানেল উদ্বোধন করে আনোয়ারায় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। জনসভা মঞ্চে তিনি এই বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা আনোয়ারায় সমাবেশের আয়োজন করে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগে এদিন বেলা ১১টা ৪০ মিনিটে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসইউজে/ইএ/জিকেএস