জাতীয়

স্ট্যান্ডবাই থাকবে দুই হাজার আনসার সদস্য

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শঙ্কা-সম্ভাবনায় বিএনপির ‘ফাইনাল খেলা’

এতে বলা হয়, শনিবার একদিনের জন্য দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টা থেকে স্ট্যান্ডবাই রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

এদিকে বিএনপির চাওয়া অনুযায়ী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে একই সঙ্গে এ কর্মসূচি পালনে দলটিকে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

আরও পড়ুন: যে ২০ শর্তে সমাবেশের অনুমতি পেলো আওয়ামী লীগ-বিএনপি

একইদিন রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘিরেও সমানসংখ্যক শর্ত দেওয়া হয়েছে।

টিটি/বিএ

Advertisement