দেশজুড়ে

বাল্যবিয়ে করতে এসে জরিমানা গুনলেন বর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারায় সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত বর ইমরান মণ্ডল উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ী গ্রামের হাকিম মণ্ডলের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। জুমার নামাজের পর বরযাত্রী ওই কনের বাড়িতে যায়। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান। এসময় তিনি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

Advertisement

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম