বিনোদন

মুস্তাফিজ আইপিএলের গুরুত্ব বাড়িয়েছে : তানভীর খান

টি-টুয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাজেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ’র (আইপিএল) নবম আসর। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে খেলা চলবে ২৯ মে পর্যন্ত। এই টুর্নামেন্টের সবগুলো খেলা প্রচার করতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাইন। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএল প্রচার করবে টেলিভিশনটি। এর আগে সর্বপ্রথম ২০১৩ সালে আইপিএল ৬ এবং ২০১৫ সালে আইপিএল ৮ প্রচার করে চ্যানেল নাইন। খেলাধুলার পাশাপাশি চ্যানেলটিতে আইপিএলকে ঘিরে ছিলো বেশ কিছু অনুষ্ঠানও।ব্যতিক্রম ঘটছে না এবারেও। চ্যানেল নাইনের অনুষ্ঠান ও ইভেন্ট প্রধান তানভীর খান এ প্রসঙ্গে জাগো নিউজকে বলেন, ‘আগের বছরগুলোতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের খেলা সরাসরি দেখিয়ে দারুণ সাড়া পেয়েছিলো চ্যানেল নাইন। তাই এবারো আইপিএল’র খেলা সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছি আমরা। এরই মধ্যে আলোচনা অনেকদূর এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। আশা করছি অন্যান্য বছরের মতো এবারেও আইপিএল প্রচার করে দর্শকদের বিনোদিত করতে পারবে চ্যানেল নাইন।’তিনি আরো বলেন, ‘বেশ কিছু কারণে এবারের আসর নিয়ে বাংলাদেশি দর্শক তো বটেই, বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের মাঝেও বাড়তি আগ্রহের সৃষ্টি হয়েছে। তারমধ্যে অন্যতম হলো আইপিএলে ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানের অন্তর্ভূক্তি। এরইমধ্যে সবাই জেনে গেছেন যে মুস্তাফিজ আইপিএলে খেলবেন সানরাইজ হায়দারাবাদের হয়ে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেখবেন।’তানভীর খান আরো বলেন, ‘দেশের একমাত্র চ্যানেল হিসেবে চ্যানেল নাইন আইপিএল’র সব কয়টি খেলা সরাসরি সম্প্রচার করবে। খেলার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও প্রচার করা হবে সরাসরি। পাশাপাশি থাকবে প্রতিটি খেলার আগে ও পরে কিছু টক শো ও ভালো লাগার মতো আয়োজন।’প্রসঙ্গত, টুর্নামেন্টটিতে নতুন বছরে এসেছে অনেক পরিবর্তন। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই এক্সপ্রেস। তার বদলে নতুন দল এসেছে গুজরাট লায়ন্স। আর ধোনি এবার নেতৃত্ব দিবেন নতুন নাম নিয়ে আসা রাইজিং পুনে সুপারজায়ান্টসের।পাশাপাশি আইপিএলের মূল স্পন্সরেও এসেছে পরিবর্তন। বিশ্বখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড পেপসির বদলে আইপিএলের নতুন প্রধান স্পন্সর এখন ভিভো। তাই এবার আইপিএলকে ডাকুন ভিভো আইপিএল নামে। নতুন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।আইপিএল হবে আগের নিয়মেই। সব দল সবার সঙ্গে রাউন্ড রবিন লিগে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই বার করে খেলবে। তারপর সেরা চার দল খেলবে ইলিমিনেটর ও কোয়ালিফিকেশন পর্বে।এবারের আসরে খেলবে মোট ৮টি দল। সেগুলো হলো কলকাতা নাইট রাইডার্স, সানরাইজ হায়দারাবাদ, দিল্লী ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাইজিং পুণে সুপার জায়ান্টস, গুজরাট লায়ন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৯ এপ্রিল রাত ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে রাইজিং পুনে সুপার জায়ান্টসের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে ‘ভিভো আইপিএল-৯’র আসর। এলএ/এবিএস

Advertisement