দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে। সবাই তিন বছর ধরে এ সিনেমার জন্য অপেক্ষায় ছিলেন। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
Advertisement
চলতি মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার বঙ্গবন্ধুর এ বায়োপিক ভারতে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার ভারতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে রূপদানকারী অভিনেতা আরিফিন শুভ।
আরও পড়ুন: ভারতজুড়ে শুরু হয়েছে ‘মুজিব’ সিনেমার প্রচারণা
প্রিমিয়ার শোয়ের আগে আরিফিন শুভ ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে এ সিনেমার প্রিমিয়ারের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন আরিফিন শুভ। তার নাকে অস্ত্রোপচার করাতে হয়েছে।
Advertisement
এ প্রসঙ্গে আরিফিন শুভ আনন্দবাজারকে বলেন, এখনো আমি খুব একটা ভালো নেই। নাকের মধ্যে হাড় এবং মাংস কাটা হয়েছে। কিন্তু জানি থেমে থাকলে তো চলবে না।
মুম্বাইয়ের পর কলকাতায় সিনেমার প্রচারের কাজ শেষ হয়েছে। আরিফিন শুভ জানলেন, বুধবার থেকে কোনোরকম বিশ্রাম পাননি। তবে অসুস্থতা এবং কাজের এই চাপ একসঙ্গে সামলানোকে এ সিনেমা এবং অভিনয়ের প্রতি তার প্যাশনের ফল বলে জানালেন আরিফিন শুভ। এ সিনেমায় আরিফিন শুভর অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা ওঠে- এই চরিত্রের জন্য তিনি বেমানান।
আরও পড়ুন: হাসপাতালে নায়ক আরিফিন শুভ
এরই মধ্যে বাংলাদেশে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র মানে, সেখানে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হত। প্রস্তাব আসার পর সমালোচনার ভয় ছিল না? আরিফিন শুভ অকপটে বললেন, প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সোশ্যাল মিডিয়ায় যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। এখন তারাই প্রশংসা করছেন।
Advertisement
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার একটি দৃশ্য
একই সঙ্গে আরিফিন শুভ জানান, লোকে কথা বলবেই। তা নিয়ে তিনি বিচলিত নন। অভিনেতা যোগ করলেন, শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি পরিচালক। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না।
কথা প্রসঙ্গেই শ্যাম বেনেগালের সঙ্গে কাজের অভিজ্ঞতা শোনালেন আরিফিন। জানালেন, বর্ষীয়ান পরিচালক কোনো ‘কাট’-এ বিশ্বাসী নন। তিনি সব সময়েই ওয়ান টেক শট নিতে পছন্দ করেন। কিন্তু আরিফিনকে কি তিনি বকাবকি করেছেন? অভিনেতা হেসে বললেন, উনি সুইট হার্ট। শুধু ফ্রেম করার সময় ক্যামেরার সামনে দিয়ে কেউ হেঁটে গেলে উনি রেগে যান।
এ সিনেমার সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। তার চেয়ে চরিত্রের জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি জেনেছিলেন আরিফিন শুভ। পাশাপাশি বঙ্গবন্ধুর প্রচুর ভিডিও ফুটেজ দেখা, বইপড়া এবং ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করেছিলেন অভিনেতা।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার
সিনেমা দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কী রকম প্রতিক্রিয়া পেলেন? আরিফিন বললেন, বলা খুব কঠিন। কারও পরিবারের সদস্যদের এক রাতে যদি গুলি করে মারা হয়, তারপর সেই মানুষটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সেই মানুষটা সিনেমা দেখার পর খুব ভালো অভিনয় করেছি বলবেন সেই প্রত্যাশা করিনি। চোখের জলে অন্ধকার অতীত দেখে তিনি আর কী বলতে পারেন!
৫৫ বছর বয়সে নিহত হন বঙ্গবন্ধু। আরিফিন শুভর বয়স এখন ৩৯ বছর। মূলত দর্শক তাকে রোমান্টিক এবং অ্যাকশন হিরো রূপে দেখতে পছন্দ করে। ‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমায় অভিনয় করে আরিফিন শুভ এখন প্রশংসায় ভাসছেন।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএমএফ/জেআইএম