তথ্যপ্রযুক্তি

একই ফোনে চ্যাটজিপিটি, গুগল বার্ড দুটোই পাবেন

এবার একই ফোনে এআইয়ের প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, গুগল বার্ড দুটোই পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় সাড়া ফেলেছে এমন দুটি প্ল্যাটফর্ম হলো চ্যাটজিপিটি ও গুগল বার্ড। ইন্টারনেটে উপলব্ধ তথ্য থেকে ট্রেনিং পেয়ে মানুষের কাজ সহজ করে তুলেছে এই দুই এআই টুল। এমনকি টেক্সট থেকে ছবি বানানোর ক্ষেত্রে দক্ষ চ্যাটজিপিটি, গুগল বার্ড দু'জনই।

Advertisement

এই দুই জনপ্রিয় এআই টুল ফোনের মধ্যে রাখতে চলেছে স্যামসাং। ২০২৪ সালে আসছে স্যামসাংয় গ্যালাক্সি এস২৪ সিরিজ। সেখানেই এই দুই ফিচার পাবেন ব্যবহারকারীরা। কোম্পানি দাবি, দুনিয়ায় সবচেয়ে স্মার্ট এআই ফোন হতে চলেছে এটি। যদিও পিক্সেল ৮ সিরিজে এআই ফিচার দেওয়া শুরু করেছে গুগল।

আরও পড়ুন: ব্যক্তিগত তথ্য চুরি করছে স্যামসাং, দাবি গুগলের

তবে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি প্রথম কোনো মোবাইল ডিভাইস হবে যেখানে চ্যাটজিপিটি ও গুগল বার্ড দুই সুবিধাই পাওয়া যাবে। মজার বিষয় হলো, কিছুদিন আগে কর্মচারীদের চ্যাটজিপিটি ব্যবহার করতে নিষেধ করে স্যামসাং। ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে সেই সন্দেহে চ্যাটজিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে তারা। এবার সেই কোম্পানিই ফোনে চ্যাটজিপিটি ও গুগল বার্ড যোগ করতে চলেছে।

Advertisement

এই ফোনে ইন্টারনেটে গিয়ে বা ওয়েব থেকে লগইন করে যেভাবে চ্যাটজিপিটি ও গুগল বার্ড ব্যবহার করেন তা তো থাকবেই, পাশাপাশি দুই টুলের যে এআই ক্ষমতা বা সুবিধা রয়েছে তা ফোনের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। যেমন ক্যামেরা, মেসেজ, কলিং, ব্রাউজিং ইত্যাদি। আগামী বছরেই এই ফোন আসতে চলেছে বাজারে।

সূত্র: গিজমোচায়না কেএসকে/এএসএম